হাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ পিএম
হাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ঢাকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার আদালতে হাজির করে ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকাকালীন কবিরকে হত্যাচেষ্টার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে।

হাদিকে হত্যাচেষ্টার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এছাড়া ইতোমধ্যে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা পাঁচ দিনের রিমান্ডে রয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, সারা দেশে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে।

হাদিকে গুলি করা হয় গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায়। চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। এরপর পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রোববার (১৪ ডিসেম্বর) হাদিকে হত্যাচেষ্টা মামলায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তদন্ত ও র‌্যাবের তৎপরতায় মূল সহযোগীসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “কবিরের সঙ্গে ফয়সালের সম্পর্ক ও হত্যাচেষ্টার পেছনের পরিকল্পনা স্পষ্ট করতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনতে চাই।”

আপনার জেলার সংবাদ পড়তে