ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহান বিজয় দিবসে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না, আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহি:প্রকাশ মেলার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী,উপজেলা কৃষি অফিসার ইমরান শাকিল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সামিউল বাছির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম। এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা ধরনের স্টল বসানো হয়েছে ।
মেলায় নারী উদ্যোক্তাদের স্টলে হস্তশিল্প,নানা রকম পিঠা সামগ্রীসহ হরেক রকম পণ্যের সমাহার ক্রেতাদের নজর কাড়ে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য তরুণ-তরুণীর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পুস্পস্তবক অর্পণ,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ-শরীর চর্চা প্রর্দশনী, শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা,আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান,দুপুরে হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।