সেনবাগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫ পিএম
সেনবাগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

সেনবাগে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালন করেছে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতির ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্বে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম ,উপজেলা সহকারী কমিমনার (ভূমি) ও সেনবাগ পৌরসভা প্রশাসক নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক মনজুর মোরশেদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগন, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুঠি জেনারেল ম্যানাজার মিনুারুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন।

এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপি দলীয় এমপি জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে সেনবাগ পৌর শহরে একটি বিজয় শোভাযাত্রা বের হয় এরপর শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরীর নেতৃত্বে সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।

অপর দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থানা পুলিশের পক্ষ থেকে ২১ বার তোপ ধব্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সরকারি পাইলট হাই স্কুল মাঠে ভোরে আনুষ্ঠানিক ভাবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে, পুলিশ আনসার,ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকা আওয়াজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেষে দুপুরে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মডেল মসজিদ কমপ্লেক্সেএ সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।