কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব

এফএফএম
| আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৯ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৩২ পিএম
কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত। সাম্প্রতিক হুমকি, বিক্ষোভ এবং কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষাপটে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রতি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায় দিল্লি।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল বাংলাদেশ। সেই ঘটনার ২ দিনের মধ্যেই নয়াদিল্লিতে পাল্টা তলবের ঘটনাকে দুই দেশের চলমান কূটনৈতিক টানাপোড়েনের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।

কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, জাতীয় নাগরিক পার্টির নেতা এবং ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্যই এই তলবের প্রধান কারণ। ঢাকায় এক সমাবেশে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করে বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারকে সম্মান করে না এবং সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি দেয়, তাদের বিরুদ্ধেও একই কৌশল নেওয়া হবে। ওই বক্তব্যে ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকির কথাও উঠে আসে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই বক্তব্যকে দিল্লি সরাসরি উসকানিমূলক ও হুমকিমূলক হিসেবে দেখছে। ভারতীয় পক্ষের দাবি, বাংলাদেশ অস্থিতিশীল হলে উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার ইঙ্গিতও ওই বক্তব্যে পাওয়া গেছে।

এই প্রেক্ষাপটে চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও দুই দেশের মধ্যে অস্বস্তি আরও বাড়িয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক ভাষ্য প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে পারস্পরিকভাবে উপকারী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছিলেন, দুই দেশ একসঙ্গে শান্তি, সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তার পথে এগিয়ে যেতে পারে এবং সহযোগিতা ও অংশীদারত্বই এই সম্পর্কের মূল ভিত্তি।

আপনার জেলার সংবাদ পড়তে