আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে লৌহজংয়ের জোবায়ের

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০২:৫৩ পিএম
আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে লৌহজংয়ের জোবায়ের

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশি চিত্র শিল্পীদের আর্ট এক্সিবিশন এবং আর্ট ওয়ার্কশপে অংশগ্রহণ করছে মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের জোবায়ের হোসাইন। জোবায়ের লৌহজং উপজেলা হলদিয়া ইউনিয়নের সন্তান। 

তুরষ্কে অনুষ্ঠিত প্রদর্শনীতে বাংলাদেশি শিল্পী হিসেবে জোবায়ের হোসাইন এবং শামিনা এনাম, পর্তুগিজ শিল্পী আনা সিলভিয়া মালহাদো অংশগ্রহণ করেছেন৷ 

এই প্রদর্শনী এবং ওয়ার্কশপটির আয়োজন করেছেন অৎঃং৪ঢ়বড়ঢ়ষব আর্ট অর্গানাইজেশন, বাংলাদেশ এবং ইনডিপেন্ডেন্ট আর্ট ফাউন্ডেশন গ্যালারি,  তুরস্ক। 

প্রদর্শনীটি ইস্তাম্বুলের ইনডিপেন্ডেন্ট আর্ট ফাউন্ডেশন গ্যালারিতে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে ১২ জানুয়ারী ২০২৫ পর্যন্ত চলবে।

এছাড়াও ২০শে ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সাত দিন ব্যাপি এই ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন তুরস্ক এবং ইরান সহ বিভিন্ন দেশের খ্যাতিমান চিত্র শিল্পীরা।

আপনার জেলার সংবাদ পড়তে