দিনাজপুরের ঘোড়াঘাটে হাতে নাতে ছাগল চোরকে আটক করে গনধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ঘোড়াঘাট পৌর সদর এলাকার পাঁচপীর এলাকায়। জানা যায়, ও্ই দিন রাতে ত্রীমোহনী এলাকার মৃত রফিকুলের ছেলে রুবেল পাঁচপীর এলাকার সাহানুরের একটি ৯/১০ হাজার টাকা মুল্যের ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার জনসাধারন হাতেনাতে ছাগলসহ চোরকে ধরে গনধোলাই দেওয়া শুরু করে। এক পর্যায়ে চোরের বড় ভাই তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাকেও গনধোলাই খেতে হয়। পরে ছাগলের মালিক ছাগলটি নিজ হেফাজতে নেয়। উল্লোখ্য যে, ঘোড়াঘাট পৌর এলাকায় নেশাখোরদের অত্যাচারে প্রায় প্রতি মাসে একাধিক ছাগল সহ বাড়ীঘরের জিনিশপত্র চুরি হয়। আর ওই সমস্ত চোরেরা থাকে ধরা ছোয়ার বাইরে।