নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে চোলাই মদসহ দুইজন এবং নারী ও শিশু নির্যাতন দমন মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কারবারীদের নিকট থেকে ১০লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,মঙ্গলবার রাতে উপজেলার কাটরাসিন গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ (৫৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়া একই দিন উপজেলার ভান্ডারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গ্রামের আবেদ আলীর ছেলে আফজাল হোসেন (৫৫) এবং একই গ্রামের চন্দ্রকান্তের ছেলে জয়দেব শীল (৬৫) কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ১০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রতন আইনে মামলা রুজু করে রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।