দেহেরগতিতে যুব বিভাগের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ পিএম
দেহেরগতিতে যুব বিভাগের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন দেহেরগতি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠি কাজল খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান অলিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি এবং বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আকবর হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ আলী হোসেন, দেহেরগতি ইউনিয়ন জামায়েত ইসলামীর আমীর মাওলানা এরশাদ হোসাইন, কেদারপুর সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সৌরভ সরদার, জেলা প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, 

প্রীতি ফুটবল ম্যাচে কেদারপুর ইউনিয়ন একাদশ ও দেহেরগতি ইউনিয়ন একাদশ-এই দুটি দল অংশগ্রহণ করে। ম্যাচটির ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হারুন অর রশিদ।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোলে কেদারপুর একাদশকে পরাজিত করে দেহেরগতি ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।