নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী)আংশিক আসনের বিএনপি মনোনয়ন প্রাপ্ত ধানের শীর্ষ মার্কার প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বেহেস্তের টিকিট বিক্রির নামে মানুষকে বিব্রত করবেনা। মনে রাখবেন ৭১ সালে কথা। কোন রাজাকার আমার মায়ের বুকে গুলি করে করেছে। তাই অনুরোধ করব বিবোধ সুষ্ঠি না করে আসুন ভোটের মাঠে যাই। ওই গণভোট ওই পিআর এসব কথা না বলে সোজা ভোটের মাঠে চলুন ,সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাছাই করুন।
সোমবার দুপুর ১২ টার সময় নিজ বাড়ি সেনবাগ উপজেলা ইয়ারপুর গ্রামস্থ এমপি ভিলা থেকে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ধানের র্শীষের সমর্থনে একটি র্যালী পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
র্যালীটি ছমির মুন্সির হাট বাজার, ইয়ারপুর বটতলা বাজার, নতুন বাজার, বক্সিহাট বাজার,সোমবারিয়া বাজার, কুতুবেরহাট বাজার, নবীপুর চৌ-রাস্তা, নবীপুরবাজার, চন্দেরহাট বাজার, মজুমদার হাট বাজার, ফকিরহাট,বীজবাগ,নৈয়ানী পোল,সেবারহাট বাজার,ভূইয়ার দিঘী রাস্তার মাথা,কল্যান্দী বাজার, সেনবাগ রাস্তার মাথা, সেনবাগ বাজার, কাদরা বোর্ড অফিস,সাতবাড়িয়া ফকিরাহাট, ডমুরুয়া চৌ-মোড়, গাজীরহাট, কানকিরহাট ,কেশারপাড় রাস্তার মাথা, ছাতারপাইয়া বাজার, বরোগাঁও, কাশিপুর বাজার, নটেশ্বর,অম্বরনগর দিঘীরঝান হয়ে ফের ছমির মুন্সির বাজারে এসে মোটরসাইকেল শোভ্যাাত্রা (র্যালীটি)শেষ হয়।
অপরদিকে বিশেষ অতিথি বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মাহবুবুব আলমগীর আলো বলেন, দল যাকে নমিনেশন দিয়েছে,দলের সকলে ওই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। আগামীতে দলের নশিনেশর প্রাপ্ত প্রার্থীর বিরেুদ্ধে কেউ বিশৃঙ্খলা করলে কোন ভাবেই নেমে নেওয়া হবেনা। রাজনীতিতে নমিনেশনের যে পবে পরে আর কোন কথা চলেনা। যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে বিজয়ী করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মনের মাঝে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে তার পরও প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবদূল হান্নান লিটন, ফারুক বাবুল,সদস্য সচিব শহীদ ঊল্লাহ, হুমায়ুন কবির হুমু, জেলা যুবদলের সহসভাপতি মহিন উদ্দিন মহিন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জহিরুল ইসলাম জহির,যুবদল সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহবাযক সুলতান সালাউদ্দিন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, উপজেলা ছাত্রদলের ভাররপ্রাপ্ত সভাপতি রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, পৌরসভা যুবদল আহবায়ক মোকারম হোসেন, সদস্য সচিব এমাম হোসেন, ইমরান হোসেন, স্বপন,রাজু ও মির্জা মোস্তকা প্রমুখ।