জনগণের পাশে থেকে পিতার আদর্শ বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য। গত সোমবার বিকেল ৫ টায় দিলালপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে এ্যাডভোকেট সিরাজুল হুদা তৌফিক এর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও নাগরিক স্মরণ সভায় প্রয়াত সিরাজুল হুদার তনয় ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা এইসব কথা বলেন। তিনি বলেন, তার পিতা দিলালপুর মসজিদ, কিছু রাস্তা-ঘাট উন্নয়ন করেছেন। তিনি আরো বলেন, তার পিতা মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত জনগণের পাশে থেকে জনগণের সেবা করার চেষ্টা চালিয়ে গেছেন। তিনি আরো বলেন নীতি ও আদর্শে অবিচল আপোষহীন নির্ভিক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর হয়ে গনমানুষের কাছে গিয়েছেন। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যডভোকেট শাহ্ আলম, বিএনপি নেতা মুছলেহ উদ্দিন মাখন, বাজিতপুর ডিগ্রী কলেজের সাবেক জিএস নূরে আলম দিপু, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম, সোহরাব উদ্দিন, মোঃ বুরহান উদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি ভূইয়া, ফ্রিডম সোহেল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাসান প্রমুখ।