গজারিয়ায় জয় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৪

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৪ পিএম
গজারিয়ায় জয় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী লালুসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন- গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে ও ২৩ মামলার আসামি লালু (৪৫),বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২৭), একই গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে আলাউদ্দিন (৬৫) এবং জসিম (৪৫)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। তিনি জানান, বুধবার গভীর রাতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-৩ ও র‍্যাব-১১ সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয় জয় সরকারকে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হওয়া চারজন দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার মধ্যে রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী লালুকে গ্রেফতার করে র‍্যাব-৩। অপরদিকে র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শাকিলকে, কাচপুর বালুর মাঠ এলাকা থেকে আলাউদ্দিনকে এবং ফতুল্লা থানা এলাকা থেকে জসিমকে গ্রেফতার করে।

গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, লালু গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে অন্তত ২৩টি মামলা রয়েছে। এই চার আসামি গ্রেফতারের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন জয় সরকার হত্যা মামলার বাদী ও নিহতের বোন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, আমি চাই লালু যেন কোনোভাবেই জামিন না পায় এবং আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে