ইন্দুরকানীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৫ পিএম
ইন্দুরকানীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ননী গোপাল রায়, সরকারি কলেজের প্রভাষক মো. জাকারিয়া হোসেন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নসির উদ্দিন, ট্রাস্ট ফ্লাই টুরস এন্ড ট্যাভেল এর সত্ত্বাধিকারী গোলাম মোস্তফা রাশেদ প্রমুখ।

এসময়ে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, বিদেশে যাওয়ার পূর্বে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করে যেতে হবে। এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং প্রতারণার ঝুঁকি কমবে। পাশাপাশি বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার মাধ্যমে দেশের সুনাম ও রেমিট্যান্স বৃদ্ধিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে