যশোরের শার্শা উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্প্রতিবার (১৮ ডিসেম্বর) সকালে তার আটকের বিষয়টি নিশ্চিত করেন যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।
এর অগে বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে শহরের রায়পাড়া তাঁর শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্প্রতিবার গোপন সংবাদে যশোর শহরের রায়পাড়া এলাকার তাঁর শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আকুল হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর,দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়।
সেই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে আটটি বিদেশি পিস্তল,১৬টি ম্যাগাজিন, আটটি গুলিসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এঘটনায় সেসময় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয় বলে পুলিশ জানায়।