অপারেশন ডেভিল হান্টে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইউনিয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদ মো. মুরাদ শিকদার (৫২)কে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে ।
গ্রেপ্তারকৃত মো. মুরাদ শিকদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ১নং রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারে ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকে মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন।
উলেখ্য, আওয়ামীলীগ সরকারের সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের একটি মটরসাইকেল ভাংচুর করে ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫।