দিনে-দুপুরে প্রবাসীর বসতঘরের দরজা ও আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবর্ধন বালিয়াপাড়া এলাকার লন্ডন প্রবাসী নেয়ামুল ইসলাম রিয়াদের বাসায়।
প্রবাসীর মা রাজিয়া বেগম জানিয়েছেন-দুপুর ১২ টার দিকে বসতঘরের দরজায় তালা দিয়ে তিনি পাশের বাড়িতে যান। প্রায় ঘন্টাখানেক পর বাসায় ফিরে তিনি দেখতে পান বসতঘরের দরজা এবং আলমিরা ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চোরচক্র। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন-বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।