আ’লীগের সম্পাদক মুরাদ শিকদার গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:০১ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:০১ পিএম
আ’লীগের সম্পাদক মুরাদ শিকদার গ্রেপ্তার

থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সাধারণ সম্পাদক মুরাদ শিকদারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মুরাদ শিকদার বাশাইল গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন- বুধবার রাতে মুরাদ শিকদারকে বাশাইল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ১২ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত মুরাদ শিকদারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে