বাগেরহাটের চিতলমারীতে মোঃ জাহিদুল ইসলাম জিহাদ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার কুনিয়া বাসষ্ট্যান্ড থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর সকালে) অটককৃত জিহাদের কাছ ১ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভির্তিতে থানার এস. আই দিবাকর, এ.এস.আই সজল ও এ.এস.আই অনিচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারি জিহাদকে গাঁজাসহ আটক করেন। জিহাদ উপজেলার মচন্দপুর গ্রামের জুলফিকার আলী শেখের ছেলে। এব্যপারে চিতলমারী থানার মামলা নং- ০৭ তারিখ -১৮/১২/২৫