কয়রায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৫ পিএম
কয়রায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন বিভিন্ন এলাকার অসহায়, বিধবা নারী, প্রতিবন্ধি ও মুন্ডা সম্প্রদায়ের মানুষের মাঝে ১৫০ টি শীতবস্ত্র (কম্বল)  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ২নং কয়রা গ্রামে অবস্থিত রক্তিম নারী ও শিশু উন্নয়ন  সংস্থার উদ্যোগে সংগঠনের কার্যালয় এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুল্লাহ আল গালিব, সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে জানানো হয় যে, এই স্বেচ্ছাসেবী সংস্থাটি নারীদের উন্নয়নের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে