নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৬ পিএম
নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেপেুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী পৌরশহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট শহরের বাস স্টেশনে বাস পোড়ানোর মামলা রয়েছে। একই দিন দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সুত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলছিল। এ সময় কতিপয় দুর্বৃত্ত শহরের বাজার ছিটপাড়া এলাকায় অবস্থিত ঢাকা বাস স্টেশনে গিয়ে ১৩টি বাসে আগুন লাগিয়ে দেয়। এতে বাসগুলো পুড়ে অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় জনৈক বাস শ্রমিক সংগ্রাম মল্লিক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে বুধবার গ্রেপ্তার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জান জানান, গ্রেপ্তার কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে