লক্ষ্ণীপুরের রামগঞ্জে একটি নির্বাচনী টকশো অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় অন্তত ৫ জন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের ‘২৬-এর নির্বাচন’ শীর্ষক টকশো অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে প্রশ্ন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অভিযোগ, প্রশ্ন করার পরপরই বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন ইসলামী আন্দোলনের কর্মীর ওপর হামলা চালানো হয়।
তবে রামগঞ্জ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিম অভিযোগটি অস্বীকার করে বলেন,
“অনুষ্ঠানে শিবিরের একজন শিক্ষার্থী ইসলামী আন্দোলনের নেতাকে প্রশ্ন করেন। জবাব দেওয়ার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মী জুতা প্রদর্শন করলে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিএনপির সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।”
অন্যদিকে রামগঞ্জে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী নাজমুল আলম বলেন,
“ঘটনাটি প্রশ্ন করা নিয়ে নয়। মূলত সাধারণ শিক্ষার্থীর প্রশ্নকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।”
এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল বলেন,প্রশ্ন করা ও জুতা প্রদর্শনকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে। চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।