অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 'মানবিক সহায়তা কর্মসূচি'র আওতায় সোমবার রাতে সদর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বেপারী পাড়া এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত শীতার্তরা কম্বল পেয়ে খুবই খুশি এবং ইউএনওকে ধন্যবাদ জানান। প্রয়োজনে পর্যায়ক্রমে অন্যান্যদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে তিনি জানান।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সব নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর রাখছে সরকার। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ইউএনও সবাইকে আশ্বাস দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।