সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রংপুরের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার।
বিরল উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক (ডিটিএলপি) ডা. মোঃ আনোয়ার শাহাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম, বিরল উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মোছাঃ সৌদিয়া আকতার বানু। মতবিনিময় শেষে ১০০ জনের মাঝে প্রত্যেককে ২ টি করে ছাগল, ২৫ কেজি উন্নতমানের খাবার ও ৫ টি করে ফ্লোরমেট উপকরণ হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে বিরল উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে গবাদী পশু, হাঁস, মুরগী পালনে প্রশিক্ষণসহ ৪২ জনের মাঝে ২ টি করে ষাড় বাছুর ৮৪ টি, ৪২ জনের মাঝে ২ টি করে বকনা বাছুর ৮৪ টি, ২৩৭ জনের মাঝে ২ টি করে মোট ৪৭৪টি ভেড়া, ২৭০ জনের মাঝে ২০ টি করে মোট ৫৪০০ টি মুরগী এবং ২৯৬ জনের মাঝে ২০ টি করে মোট ৫৯২০ টি হাঁস বিতরণ করা হয়েছিল।