সৈয়দ মোঃ শাহজাহান

রোভার স্কাউটিং’র মাধ্যমে ছেলে-মেয়েরা দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পান

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
রোভার স্কাউটিং’র মাধ্যমে ছেলে-মেয়েরা দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পান

মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের দাতা সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-রোভার স্কাউটিং’র মাধ্যমে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কিভাবে দেশ ও জাতিকে উন্নতির শিখরে নেওয়া যায় রোভার স্কাউট তারুণ্যের মধ্যে এই চেতনা জাগিয়ে তোলে। নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশের মাধ্যমে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। মানুষের মানবিক গুণাবলি বিকাশে সাধিত করে। দেশের যেকোনো সমস্যায় রোভার স্কাউট সবার প্রথমে ঝাঁপিয়ে পড়তে কখনোই কুণ্ঠা বোধ করে না। সামাজিক জনহিতকর দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে স্কাউটিংয়ের অবস্থান গুরুত্বপূর্ণ। বুধবার বিকালে শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথমবারের মতো চার দিনব্যাপী ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প উদ্বোধণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ক্যাম্প চীফ ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্কাউট রোভার লিডার প্রতিনিধি প্রফেসর মোঃ সেলিম, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বখত চৌধুরী জালাল (উডব্যাজার), সিএলটি সম্পন্ন মোহাম্মদ শরিফ জসীম, হবিগঞ্জ জেলা রোভার রঞ্জিত কুমার দাস, মাধবপুর পলিটেকনিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দিলপেয়ার মিয়া, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সাইফুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বাংলাদেশ স্কাউটস মাধবপুর উপজেলার কমিশনার মোহাম্মদ সোলেমান মিয়া (উডব্যাজার)রোভার লিডার জগদিশ চন্দ্র দেব।অনুষ্টাটি সঞ্চালনা করেন রোভার আশরাফুল ইসলাম খাঁন শাকিল। জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে উদ্বোধণী সভা শেষ হয়। কলেজ প্রাঙ্গণে ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন- এ ক্যাম্প চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে