একীভূত শিক্ষা বিষয়ে এসএমসি ও শিক্ষকদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ পিএম
একীভূত শিক্ষা বিষয়ে এসএমসি ও শিক্ষকদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দীপশিখার উদ্যোগে একীভূত শিক্ষা বিষয়ে এসএমসি ও শিক্ষকদের তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দীপশিখার আয়োজনে এবং লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সার্বিক সহযোগিতায় “দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে ৬টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে সর্বমোট ৬২ জন (পুরুষ-৪৫ এবং নারী-১৭) শিক্ষক ও এসএমসি সদস্যদের একীভূত শিক্ষা বিষয়ে একদিন করে ৩ ধাপে তিনদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক ফজলুল রহমান এবং সিবিআর অফিসার শিমু, রাসেল ও ওয়াসিম। 

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দীপশিখার প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি সদস্যগণ প্রাবন্ধীতা বিষয়ে একটি সম্যক ধারণা অর্জন করবে যার মাধ্যমে তাদের বিদ্যালয়ে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ গড়ার উদ্যোগী হবেন। 

রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার দাস বলেন, আমরা প্রতিবন্ধী ব্যক্তি বলতে হাত পা নেই এমন ব্যক্তিদের বুঝতাম। কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা ১২ ধরনের প্রতিবন্ধী সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ সরকার, বিরল উপজেলা বলেন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্যে একীভূত শিক্ষা একটি যুগান্তরকারী ব্যবস্থাপনা। প্রত্যেকটি বিদ্যালয় যদি এই ব্যবস্থাপনার যথেষ্ঠ রিসোর্সফুল হতে পারে, তবেই একীভূত শিক্ষার সঠিক ও নিয়মিতকরণ করা সম্ভব। এই লক্ষ্যে সরাকারের পাশাপাশি উন্নয়নশীল সংস্থাগুলিকে সর্বাত্তোক উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ সমাপনী বক্তব্যে প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথ, দীপশিখা বলেন এই প্রকল্পের মাধ্যমে দীপশিখা সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের কর্তপক্ষ এবং উপজেলা শিক্ষা কার্যালয়ের সমন্বয়ে একীভূত শিক্ষার প্রসারণে সক্রীয় ভূমিকা পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে