আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় প্রস্তাবকের মাধ্যমে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আবু সাঈদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পৌর বিএনপির সভাপতি নাজমুল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে জাকিরুল ইসলাম বিকুল বলেন, চারঘাট-বাঘা এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং এলাকার উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আবু সাইদ চাঁদ নানা ত্যাগ স্বীকার করেছেন। মানুষের অধিকার ও ন্যায়ের কথা বলতে গিয়ে তিনি ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি বিভিন্ন সময়ে কারাবরণও করেছেন। তবুও এলাকার মানুষের জন্য তার সংগ্রাম কখনো থেমে থাকেনি। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারঘাট ও বাঘা উপজেলার জনগণ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদকে বিজয়ী করবেন।