কুমিল্লায় ৬২ লাখ টাকার শাড়ী আটক

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ এএম
কুমিল্লায় ৬২ লাখ টাকার শাড়ী আটক

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬২ লাখ টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কার চর এবং কবিরাজ বাজার এবং চৌদ্দগ্রাম এলাকা থেকে অবৈধ ভারতীয় শাড়ি আটক করে বিজিবি।বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শিবের বাজার বিওপি ও আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৮ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান হতে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করে। যার মূল্য ৬২ লাখ ৮৭ হাজার ১৫০টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে