নাসিরনগরে ডিসির ভোটকেন্দ্র পরিদর্শন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম
নাসিরনগরে ডিসির ভোটকেন্দ্র পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওরবেষ্ঠিত চাতলপাড় ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে আসন্ন সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান । আজ বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার চাতলপাড় ইউনিয়নের দুর্গম হাওরবেষ্টিত রতনপুর,পতইর, ফুলকারকান্দি, ধানতলিয়া,ঘুজিয়াখাই, চাতলপাড় এলাকাসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ,শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনকালে নবনিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার  শাহ্ মোঃ আব্দুর রউফ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ ও  উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিকালে নাসিরনগর ডাংকবালোতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান   বলেন, ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যার মধ্যে যেগুলো স্বল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। সিসি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে