হাদীর খুনীদের গ্রেফতারের দাবীতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর মিছিল

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম
হাদীর খুনীদের গ্রেফতারের দাবীতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।  টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আহসান হাবীব মাসুদ সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  পরে ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে