টাঙ্গাইলের গোপালপুরে শহীদ জিয়া আদর্শ ক্লাবের আয়োজনে এবং হেমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাটির উদ্বোধন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনালী লাইফ ইন্স্যুেরন্স টাঙ্গাইল ব্রাঞ্চের ম্যানেজার মীর নাজমুল হক জামিল।
ফাইনালে মুখোমুখি হয় ফুলবাড়ী একাদশ ও পাঁচ তেরিল্লা একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে পাঁচ তেরিল্লা একাদশ ৩-০ গোলে ফুলবাড়ী একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন শহীদ জিয়া আদর্শ ক্লাবের সভাপতি আব্দুর রশিদ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মীর নাজমুল হক জামিল, গোলাম রেজা তালুকদার, প্রফেসর হাতেম আলী, জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।