ভালুকায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে দিপু দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে লাশে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোদ্ধ জনতা। এসময় বিক্ষোদ্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের গাছে লাশ ঝুলিয়ে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লি: কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র দাস। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসী জানান,দিপু দাস ডোবালিয়া পাড়ায় বাসা ভাড়ায় থেকে একটি পোষাক কারখানায় চাকুরী করতো। সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটক্তি করে। এঘটনা এলাকায় জানাজানি হলে বিক্ষোদ্ধ জনতা তাকে ধরে পিটিয়ে হত্যা করে। পরে লাশ মহাসড়কের একটি গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ সেনাবাহিনী উপস্থিত হয়ে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।
ভালুকা মডেল থানার ওসি জানান,লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত দিপু দাস ভালুকায় ভাড়ায় থেকে একটি পোষাক করখানায় চাকুরী করতো।