চিরিরবন্দরে সরকারি গাছ পাচার কালে গাছগুলো আটক করেছে এলাকাবাসি

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৮ পিএম
চিরিরবন্দরে সরকারি গাছ পাচার কালে গাছগুলো আটক করেছে এলাকাবাসি

দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতা কতৃক সরকারি রাস্তার গাছ কেটে পাচার করার সময় এলাকাবাসি গাছগুলি আটক করে ইউনিয়ন পরিষদে জমা দিয়েছে। 

বুধবার দিবাগত রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি কলেজ থেকে নওখৈড় যাওয়ার রাস্তায় সরকারিভাবে লাগানো ৩৬ টি মুল্যবান গাছ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতা এবং স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, শাহিন হোসেন মনজের আলী ও সংঘবদ্ধ চক্রটি কেটে ফেলে। স্থানীয়রা গাছ কাটার সময় গাছ কাটা মজুরদের হাতে-নাতে আটক করে। পরদিন সকালে যুবলীগ নেতা ইউপি সদস্যরা ভ্যানে করে পাচারের সময় স্থানীয় এলাকাবাসি গাছগুলি আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেয়। গাছগুলির বর্তমান বাজার মুল্য আনুমানিক ৫/৬ লক্ষ টাকা। 

স্থানীয়রা জানান, ওই ইউপি সদস্যগণসহ একটি চক্র দীর্ঘদিন যাবত রাস্তার শতাধিক মেহগনি, এপিলএপিল, কড়াই, শিশুগাছ কেটে লুটপাট করেছে। রাতের আঁধারে কাটায় জনগণ টের পেতনা। জনগণ নজরদারি শুরু করায় গাছগুলি আটক করা সম্ভব হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যগণ এলাকায় গা ঢাকা দেয়ায় ও মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।   

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, ইসবপুর ইউনিয়নের প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব পাল আমাকেসহ থানার ওসিকে জানিয়েছেন। গাছগুলি জব্দ আছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে