ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম
ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বদলীয় ছাত্রদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের খুলনার মোড়সংলগ্ন আসিফ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শহর শিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান। জানাজা শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহর শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক সভাপতি জিয়াউর রহমান, সমন্বয়ক আরাফাত হোসেন, নাজমুল হোসেন রনিসহ অন্যরা।

প্রতিবাদ সভায় খোরশেদ আলম বলেন, শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের পরও হাদী তাঁর নৈতিক অবস্থান থেকে সরে আসেননি।

শিবির সেক্রেটারি মেহেদী হাসান বলেন, জুলাই আন্দোলনে শরীফ ওসমান হাদীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে শরীফ ওসমান হাদীকে আহত করা হয়। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে