হবিগঞ্জের মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে থানার এস.আই শাহানূর উপজেলার বেঙ্গাডোবা এলাকা অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল পাঠানকে গ্রেফতার করা হয়। সে নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সালামের ছেলে।
এছাড়া বৃহস্পতিবার গভীর রাতে থানার এস.আই বিজয় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় অভিযান চালিয়ে ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য কাওছার আহম্মেদকে গ্রেফতার করে। সে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. জহির মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব মোরশেদ খাঁন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ওসি তদন্ত গোলাম মোস্তফা জানান, কাউছার আহমেদকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।