রাজশাহীতে ২ আ’লীগ নেতাসহ গ্রেপ্তার ১৬

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) :
| আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ পিএম
রাজশাহীতে ২ আ’লীগ নেতাসহ গ্রেপ্তার ১৬

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে দুইজন আওয়ামী লীগ নেতাসহ অন্যান্য অভিযোগে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৮ ডিসেম্বর) মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা হচ্ছে, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম পচা (৪০) ও যুবলীগের কর্মী মো. জাহিদুল ইসলাম (৩৬)। পচা নগরীর শাহমখদুম থানাধীন পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে এবং জাহিদুল একই থানাধীন বড় বনগ্রাম কুচপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে। এদের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), সিটিটিসি (চলতি দায়িত্বে) মো. গাজিউর রহমান, পিপিএম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে