শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। ১৯ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর ওই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রজনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেয়। এ সময় শ্লোগান দেয়া হয় হাদী কেন মরলো প্রশাসন জবাব চাই।
দ্রুত সময়ে হাদী হত্যার মুল নায়ককে গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় বড় ধরনের আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেয়া হয়। আজ শনিবার সৈয়দপুর পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত হবে গায়েবানা জানাযা। এদিকে হাদীর রুহের মাগফেরাত কামনা করে সৈয়দপুরে বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে দেখা গেছে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার,সাধারণ সম্পাদক শাহিন আক্তার,যুগ্ন সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,সফিকুল ইসলাম জনি,আবু নাসিম মিঠু, শেখ বাবলুসহ অনেককে। জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী মিছিলে অংশ নেয়। জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীও শামিল হয়ে বক্তব্য দেন।