ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভোটের মাঠের সমীকরণ দৃশ্যমান হতে শুরু করেছে।
শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এ আসনে মোট দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান এবং বিকেল সোয়া ৩টার দিকে জানে আলম খোকার পক্ষে মো. আবদুন নুর মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহকারী দুই প্রার্থীরই রয়েছে এই জনপদে নির্বাচনের দীর্ঘ অভিজ্ঞতা ও ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভোটের লড়াইয়ের রেকর্ড।
পরিসংখ্যান অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এই জনপদের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি এই বগুড়া-৫ আসন থেকে ইতিপূর্বে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। সংসদীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার রেকর্ড রয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী জানে আলম খোকাও ভোটের মাঠে পরীক্ষিত মুখ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে পারেননি। পরবর্তীতে ২০২১ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেও এখন পর্যন্ত দলে পুনর্বহাল হননি। তাই দলীয় পরিচয়ের বাইরে এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে লড়ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন চারবারের সাবেক সংসদ সদস্য এবং অন্যজন বিপুল ভোটে নির্বাচিত সাবেক পৌর মেয়র, উভয়ের মনোনয়নপত্র সংগ্রহের ফলে আসন্ন নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ তৈরির ইঙ্গিত মিলছে।