টাঙ্গাইলের দেলদুয়ারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। আগামির সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের সক্রীয় অংশগ্রহন এবং বিভিন্ন কর্মকান্ডে তরুণদের অগ্রণী ভূমিকা পালন বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ পূর্বক উপজেলায় মাসব্যপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের সংস্লিষ্ট বিভাগগুলোর ব্যবস্থাপনায় উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সমাজ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও তরুণ প্রজন্মের সমন্বয়ে ক্রীড়া, বিতর্ক প্রতিযোগীতা ও বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে কিভাবে এ উৎসব সফল করা যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্য আলোচকগণের মধ্যে যারা অংশগ্রহণ করেন তারা হলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান চান খাঁ, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, জামায়াতের উপজেলা আমির আল মোমিন, সরকারি সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ।