রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মণিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নির্মাণ শ্রমিকদের আয়োজনে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলীর পরিচালনা দোয়ার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সহসভাপতি এ্যাড. মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিয়ার রহমান খান, বিএনপি নেতা আলমগীর হোসেন, পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ রুবেল, ছাত্রনেতা এনজেল পারভেজ রিফাত প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠিকাদার সিদ্দিকুর রহমান। দোয়া মাহফিল শেষে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার নির্মাণ শ্রমিকদের মাঝে শীতবন্ত্র (কম্বল) বিতরণ করা হয়।