হাদির জানাজায় জড়ো হচ্ছে জনতা: বুকে আমরা সবাই হাদি

এফএনএস অনলাইন:
| আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম
হাদির জানাজায় জড়ো হচ্ছে জনতা: বুকে আমরা সবাই হাদি
ছবি, সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউয়ে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছেন জনতা। একের পর এক মিছিল আর স্লোগানে মানিক মিয়া এভিউনিউয়ে প্রবেশ করছে তারা। এসয়ম দেখা যায় অনেকের বুকে লেখা থাকে ‘আমরা সবাই হাদি’।

শনিবার সকালে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে। 

এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। 

পুলিশ, র‌্যার, আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক।বাদ জোহর ওসমান হাদির জানানা অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে। 

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।

আজ দুপুর ২টায় জানাজা হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিবেন উচ্চপর্যায়ের নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ।

আপনার জেলার সংবাদ পড়তে