বিচ্ছেদের কষ্ট ঝেড়ে আবার ডেটিংয়ে নামছেন টম ক্রুজ

এফএনএস বিনোদন
| আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০২ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০১:৫১ পিএম
বিচ্ছেদের কষ্ট ঝেড়ে আবার ডেটিংয়ে নামছেন টম ক্রুজ

হলিউড সুপারস্টার টম ক্রুজ আবারও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি সামনে এগোচ্ছেন এবং নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা খুঁজছেন বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।

প্রায় নয় মাসের সম্পর্কে থাকার পর টম ক্রুজ ও আনা দে আরমাস আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের দাবি, সম্পর্কের মধ্যে টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধান থেকেই দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত আনা নিজেই এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

এই বিচ্ছেদ টমের জন্য সহজ ছিল না। ঘনিষ্ঠ একজনের ভাষায়, “আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ ভেঙে পড়েছিলেন। তবে তিনি এমন মানুষ নন, যিনি দীর্ঘদিন কষ্ট আঁকড়ে ধরে বসে থাকেন।” সেই কারণেই খুব দ্রুতই নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

টম ক্রুজের ঘনিষ্ঠরা জানিয়েছেন, নতুন সম্পর্কে জড়ানোর বিষয়ে তিনি এখন বেশ ইতিবাচক। এক সূত্র বলেছে, “তিনি নতুন কাউকে খুঁজতে প্রস্তুত। বন্ধুদের কাছেও স্পষ্ট করে বলেছেন, পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব পেলে তিনি খুশি হবেন।” অর্থাৎ, ডেটিংয়ের ব্যাপারে আর কোনো দ্বিধা রাখছেন না অভিনেতা।

কেমন সঙ্গী চান টম, সেটিও ঘনিষ্ঠ মহলে আলোচনায় এসেছে। ইনসাইডারদের মতে, আদর্শভাবে তিনি ব্রিটিশ উচ্চসমাজের কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী। তবে চলচ্চিত্র জগতের বাইরের এমন সম্পর্কে পৌঁছানো তার জন্য তুলনামূলকভাবে কঠিন বলেও মন্তব্য করা হয়েছে।

তবে হলিউডের মধ্যেই সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী, ডেমি মুর, অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার লোপেজের নাম উঠেছে সম্ভাব্য তালিকায়। এক ইনসাইডার বলেন, “তাদের যে কেউই টমের জন্য দারুণ হতে পারেন।” পাশাপাশি দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী শার্লিজ থেরনের প্রতিও টমের বিশেষ আগ্রহ রয়েছে এবং খুব শিগগিরই তার সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিতে পারেন তিনি।

সব মিলিয়ে বিচ্ছেদের অধ্যায় পেছনে ফেলে আবারও প্রেমের পথে হাঁটতে প্রস্তুত টম ক্রুজ। নতুন সঙ্গীর খোঁজে এই হলিউড তারকার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন তাকিয়ে ভক্তরা।

আপনার জেলার সংবাদ পড়তে