মহেশপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:০৭ পিএম
মহেশপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, মাদক বিক্রিতে ব্যবহারিত মটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক পুলিশ। শনিবার ভোররাতে ফতেপুর ইউপির যোগীহুদা গ্রামের মাদক সম্রাট দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদক সম্রাট দেলোয়ার হোসেনে স্ত্রী লাইলী বেগম (৪১) ছেলে লিমন হাসান (২০) ও জলিলপুর মোল্যাপাড়ার জাকির হোসেনের ছেলে মেহেদী হাসান জিসান (২৭)। 

পুলিশ জানায়, রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ভোররাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী দেলোয়ারের বাড়ি থেকে ১২০০ পিচ ইয়াব ট্যাবলেট, ৮ লাখ ৪৭৮০ টাকা, ৩টি মটর সাইকেল, ৫টি মোবাইলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনে বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের কোন ছাড় দেওয়া হবে না; এসব বন্ধে এধবনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে