কোভিড–পরবর্তী সময়ে টানা বক্স অফিস ব্যর্থতার পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছেন রণবীর সিং। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ যেন তাঁর ক্যারিয়ারে নতুন জীবন ফিরিয়ে এনেছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে সিনেমাটি এখন চোখ রাখছে এক হাজার কোটির ক্লাবে প্রবেশের দিকে।
আইনি জটিলতা ও বিতর্কের মধ্যেই শুক্রবার (৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই দর্শক আগ্রহে বক্স অফিসে কার্যত সুনামি বইছে। মাত্র ১৩ দিনের ব্যবধানে আয় দিয়ে পিছনে ফেলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার’-এর মতো বড় বাজেটের সিনেমা। এমনকি এস এস রাজামৌলির ‘বাহুবলী দ্য বিগিনিং’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবি।
বক্স অফিস রিপোর্ট বলছে, ভারতে এখন পর্যন্ত ‘ধুরন্ধর’-এর আয় দাঁড়িয়েছে ৪৩৭ দশমিক ২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী মোট ব্যবসা ৬৭৪ দশমিক ৫০ কোটি রুপি। তুলনামূলকভাবে ‘বাহুবলী দ্য বিগিনিং’ ভারতের বাজারে ৪২১ কোটি এবং বিশ্বে ৬৫০ কোটি রুপির ব্যবসা করেছিল, যা ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেছে মাত্র ১৩ দিনেই।
প্রথম সপ্তাহেই দেশের বক্স অফিস থেকে আসে ২০৭ দশমিক ২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহেও ছবিটির গতি কমেনি। ওই সপ্তাহে আরও প্রায় ২৩০ কোটি রুপি যোগ হয়। সব মিলিয়ে জাতীয় স্তরে প্রায় ৪৩৮ কোটি রুপির ব্যবসা করে ২০২৫ সালের বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব দ্রুতই হাজার কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর পরেই জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’। উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বিশ্বব্যাপী প্রায় ৯১৫ কোটি রুপির ব্যবসা করেছিল। সেই রেকর্ড ভাঙতে পারবে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
রণবীর সিংয়ের ক্যারিয়ারের সাম্প্রতিক অতীত ছিল বেশ কঠিন। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ভালো ব্যবসা করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর মতো ঝড় তুলতে পারেনি। ২০২৪ সালে ‘সিংহম এগেইন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও আলোচনার কেন্দ্রে ছিলেন অজয় দেবগণ ও কারিনা কাপুর। ‘ডন ৩’ ও ‘শক্তিমান’ নিয়েও ছিল অনিশ্চয়তা।
সব সংশয় আর প্রশ্নের জবাব এবার বক্স অফিসের অঙ্কেই দিয়ে দিল ‘ধুরন্ধর’। এই সাফল্যের হাত ধরেই বলিউডে শক্তিশালী প্রত্যাবর্তন করলেন রণবীর সিং। এখন অপেক্ষা শুধু একটাই, হাজার কোটির সেই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার।