‘অ্যাভাটার থ্রি’ দেখে ক্ষুব্ধ দর্শক, টাকা ফেরতের দাবি

এফএনএস বিনোদন
| আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৩ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:৩১ পিএম
‘অ্যাভাটার থ্রি’ দেখে ক্ষুব্ধ দর্শক, টাকা ফেরতের দাবি

দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। তবে মুক্তির পরপরই প্রত্যাশার উল্টো চিত্র দেখা গেছে। সিনেমাটি দেখে হতাশ হয়ে অনেক দর্শক প্রকাশ্যে টিকিটের টাকা ফেরত চাচ্ছেন।

ভিজ্যুয়াল ইফেক্টস নিয়ে প্রশংসা থাকলেও সিনেমার দৈর্ঘ্য, সংলাপ আর অগোছালো গল্প নিয়ে অসন্তোষ ছড়িয়েছে দর্শকদের মধ্যে। সামাজিক মাধ্যমে অনেকে সিনেমাটিকে ‘টাইম ওয়েস্ট’ বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ সরাসরি লিখেছেন, এত দীর্ঘ সময় বসে থাকার মতো উপাদান সিনেমায় ছিল না।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট বা ১৯৭ মিনিট, যা এই সিরিজের আগের দুটি পর্বের চেয়েও দীর্ঘ। সমালোচকদের মতে, এই দীর্ঘ সময়জুড়ে চোখধাঁধানো দৃশ্য ছাড়া নতুনত্ব খুব কমই ছিল। দর্শকদের অভিযোগ, পর্দায় চাকচিক্য থাকলেও গল্পের গভীরতা ও আবেগের জায়গাটা এবার প্রায় অনুপস্থিত।

একই ধরনের দৃশ্য বারবার আসায় অনেকেই বিরক্ত হয়ে পড়েন। সামাজিক মাধ্যমে এমন দর্শকের কথাও উঠে এসেছে, যারা সিনেমা শেষ হওয়ার আগেই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে গেছেন। তাঁদের মতে, এত লম্বা সময় ধরে বসে থাকার মতো টান বা উত্তেজনা তৈরি করতে পারেনি ছবিটি।

গল্প ও চরিত্র বিন্যাস নিয়েও সমালোচনা তীব্র। প্রতিবেদনে বলা হয়েছে, এবার জেমস ক্যামেরন মূল চরিত্র জেক সালি ও নেইতিরিকে কিছুটা আড়ালে রেখে তাঁদের সন্তানদের গল্পে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে এই নতুন চরিত্রগুলো দর্শকদের সঙ্গে সেভাবে সংযোগ তৈরি করতে পারেনি। অনেকেই তাদের আচরণ ও সংলাপকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন।

সমালোচকদের ভাষায়, প্রথম ‘অ্যাভাটার’-এ যে টানটান উত্তেজনা ও আবিষ্কারের অনুভূতি ছিল, তৃতীয় পর্বে এসে তা অনেকটাই ফিকে। কিছু ক্ষেত্রে সিনেমাটিকে বড় বাজেটের একটি সোপ অপেরার সঙ্গে তুলনা করা হয়েছে।

২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ এবং পরের কিস্তি বিশ্বজুড়ে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল। সেই তুলনায় তৃতীয় পর্বের এই নেতিবাচক প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক বক্স অফিসে এই সমালোচনার প্রভাব কতটা পড়বে, সেদিকেই এখন তাকিয়ে সিনেমা বিশ্লেষকেরা।

আপনার জেলার সংবাদ পড়তে