নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৮ পিএম
নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে তৃতীয় দিনে এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ জন নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর  জেলা পুলিশের পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারমান ও ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহসভাপতি মাহাবুব জর্জ (৪৮), সৈয়দপুর পৌর যুবলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান (৩৩), যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা ইসলাম (৩৫), ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধরণ সম্পাদক মিরাজুল ইসলাম ওরফে মিরাজ (৩০) এবং ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন (৫৫)। গ্রেফতরের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে