ওসমান হাদির হত্যাকারীদের বিচারে দাবিতে গফরগাঁওয়ে মশাল মিছিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৩ পিএম
ওসমান হাদির হত্যাকারীদের বিচারে দাবিতে গফরগাঁওয়ে মশাল মিছিল

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের পরিচালক ও ইয়ুথ ফোরাম বাংলাদেশের সদস্য মোঃ নাদিমুল হকের নেতৃত্বে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বর হতে প্রজ্জ্বলিত মশাল হাতে নিয়ে মিছিলটি শুরু হয়। পরে মশাল মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন, নাদিমুল হক, শহীদ জিয়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক  ইলিয়াস ফরাইজী ছাত্রনেতা মেহেদী হাসান শাওন, এইচ. এম. ইয়াসিনুল আরাফাত (নিষাদ), সাদেক হাসান মনি, রেজাউল, খাইরুল ও রুমি প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে