ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে নীলফামারীতে গায়েবে জানাজা ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকালে জেলা ছাত্র শিবিরের আয়োজনে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এরপর একে একে মিছিল বের করেন জুলাই যোদ্ধা, ছাত্র,যুব ও গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ সাধারণ জনতাও। এতে পুরো শহর মিছিলের নগরীতে পরিণত হয়। সবার দাবি একটাই হাদী হত্যার বিচার চাই। শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টন এলাকায় সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল এ্যাভারকেয়ার হাসপাতালে। সেখানেও অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন চিকিৎসা নেওয়ার পর ১৮ ডিসেম্বর রাতে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।