টাঙ্গাইলে শহীদ ওসমান হাদির স্মরণে জামায়াতে ইসলামীর সভা ও দোয়া

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ পিএম
টাঙ্গাইলে শহীদ ওসমান হাদির স্মরণে জামায়াতে ইসলামীর সভা ও দোয়া

টাঙ্গাইলের জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি'র স্মরণে আলোচনা সভা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল সদর ও শহর শাখার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ। টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর আমীর মীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।  

টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা ওসমান হাদি'র হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন।

আলোচনা সভা শেষে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শহীদ ওসমান হাদি'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে