র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি অভিযানে শুক্রবার ( ১৯ ডিসেম্বর) রাত সোয়া ১ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছ বাগানের ভিতরে পরিত্যক্ত অব-’ায় ২টি এয়ারগান এবং ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র্যাবের ধারণা।
পরে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্তিথি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাানিয়েছে।