কচুয়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজরা ওবায়দুর রেজা সেলিম।
তিনি গতকাল সন্ধ্যা ৬ টায় কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ থেকে পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন আমি দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছি ও ২০১৪ সালের উপজেলা নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করেছি।
কিন্তু আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণ, ভোট বিহীন নির্বাচন ও রাষ্ট্রীয় অর্থ সম্পদ লোপাট করা, ওলামাদের হেনাস্তা করা, যাহা গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ও মানুষের কন্ঠরোধের নানা প্রচেষ্টার কারণ তাই আমি দীর্ঘদিন যাবত দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলাম, বর্তমানে আমার শারীরিক অসুস্থ্যতা সহ উল্লেখিত কারণে সংবাদ সম্মেলনে মাধ্যমে আওয়ামীলীগ এর সকল পদ ও দলীয় কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম।