সাতক্ষীরার তালা উপজেলায় বিষ মাখানো সরিষা বীজ খেয়ে অন্তত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক পাখি মারা যেতে দেখা যায়। খবর পেয়ে রোববার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের ভাষ্য, ১৯ ডিসেম্বর হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বোনেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখির ক্ষতি থেকে ফসল রক্ষায় বোনার আগে বীজে বিষ মাখানো হয়। পরদিন ওই ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরের বিচরণ দেখা যায়। এরপর থেকেই পাখিগুলো মারা যেতে থাকে। এখন পর্যন্ত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মরদেহ পাওয়া গেছে।
গ্রামের জিন্নাত খা ও হায়দার আলী জানান, তাঁদের অনেক কবুতর মারা গেছে। তাঁরা প্রশ্ন তুলে বলেন, পাখিরা তো বুঝে না-কোন বীজে বিষ মাখানো আছে। ঘটনার ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবি জানান তাঁরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে তন্ময় আচার্য্য সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরার পদ্মশাখরায় একইভাবে শতাধিক কবুতর এবং কলারোয়ায় ১৮০ বক্স মৌমাছি মারা যাওয়ার ঘটনা ঘটে।